শিরোনাম
২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:০৭

এক মাসের মধ্যে আবারও ভূমিকম্প নেপালে

অনলাইন ডেস্ক

এক মাসের মধ্যে আবারও ভূমিকম্প নেপালে

প্রতীকী ছবি

নেপালে গত ২৪ জানুয়ারি ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। রাজধানী কাটমান্ডু থেকে হাজার মাইল দূরে দিল্লিতেও অনুভূত হয়েছিল এর কম্পন।

এর এক মাসের মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। বুধবার নেপালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার দুপুর ১ টা ৪৫ মিনিটে বাজুরা জেলার বিছিয়া এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।’

বিছিয়া এলাকার দুই গ্রাম হিমালি এবং তাজাকোটের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। এনইএমআরসির বিবৃতিতে বলা হয়েছে ভূমিকম্পে কিছু বাড়িঘর ভেঙে পড়ার খবর এলেও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

তবে হতাহতের ঘটনা যে ঘটেনি,  তা নিশ্চিত নয়। কারণ, যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেখানে বর্তমানে ব্যাপক ঠান্ডা ও ঝড়ো আবহাওয়া। পাশাপাশি, উপদ্রুত এলাকার টেলি ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তেমন কোনো তথ্য আসছে না।

নেপালের সরকারি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উপপ্রধান সুরিয়া থাপা ভারতের সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘(ওদিককার) আবহাওয়াগত অবস্থা বেশ প্রতিকুল। উপদ্রুত এলাকা ও তার আশপাশে এখনও তুষারপাত হচ্ছে। মোবাইল ও টেলিযোযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বিছিয়া অঞ্চলের কোনো তথ্য পাচ্ছি না। হাতে কোনো তথ্য না থাকায় উদ্ধারকর্মীদেরও পাঠানো সম্ভব হয়নি।’

 সূত্র : এএনআই

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর