২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৫৭

বাণিজ্যে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ব্যবহার করবে ইরাক

অনলাইন ডেস্ক

বাণিজ্যে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ব্যবহার করবে ইরাক

ফাইল ছবি

বৈদেশিক বাণিজ্যের সমস্ত লেনদেনের ক্ষেত্রে বাগদাদ ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে বলে ঘোষণা দিয়েছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক।

গত ২২ ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রা জগতে ইরাকের প্রবেশাধিকার সহজ করবে। ইরাকের স্থানীয় মার্কেটে ডলারের সংকটের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ডলার সংকটের পর ইরাকের মন্ত্রিসভা পরিস্থিতি মূল্যায়ন করে ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

ইরাক এই প্রথম চীন থেকে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করবে। এর আগে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ইরাক মার্কিন ডলার ব্যবহার করত।

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর