২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪৬

তাইওয়ানে আগ্রাসন নিয়ে চীন এখন সন্দিহান, বলছে সিআইএ

অনলাইন ডেস্ক

তাইওয়ানে আগ্রাসন নিয়ে চীন এখন সন্দিহান, বলছে সিআইএ

সাম্প্রতিক কয়েক বছরে দফায় দফায় তাইওয়ান প্রণালিতে মহড়া চালায় চীন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস মনে করছেন, ইউক্রেনের পরিপ্রেক্ষিতে তাইওয়ান দখল নিয়ে চীন এখন সন্দিহান। তিনি বলেন, চীনের মনে তাইওয়ান নিয়ে এখন প্রশ্ন জেগেছে। আর এই প্রশ্নটা জেগেছে ইউক্রেনে রাশিয়ার অবস্থা দেখে।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা বিভাগের এই প্রধান বলেন, তাইওয়ানকে সামরিক শক্তি দিয়ে দখল করা সম্ভব কি না, তা নিয়ে চীনের মনেও সন্দেহ দেখা দিয়েছে। তবে তার মতে, তাইওয়ান নিয়ে চীনা হুমকিকে গুরুত্ব দিয়ে বিচার করতেই হবে।

সিআইএ প্রধান বার্নস আরও বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনা ও সামরিক কর্তৃপক্ষকে জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান অভিযানের জন্য তারা যেন প্রস্তুত থাকেন। কিন্তু তার মানে এটা নয় যে, ২০২৭ সালের মধ্যে তিনি তাইওয়ানে আগ্রাসন চালাবেন।

বার্নস বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং ও তার সহযোগীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তারা তাইওয়ানে সফলভাবে আগ্রাসন চালাতে পারবে কি না। ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধাক্কা খেয়েছেন। সম্ভবত এটাই চীনের কর্মকর্তাদের চিন্তায় ফেলেছে। তাদের মনে সন্দেহ দেখা দিয়েছে।

সিআইএ প্রধান বলেন, তারা চীনা প্রেসিডেন্টের তাইওয়ান বিষয়ক মন্তব্য একেবারেই হালকাভাবে দেখছেন না। তিনি মনে করেন, এই দশকের শেষে ও আগামী দশকের গোড়ায় জোর করে তাইওয়ান দখল করার মনোভাব বাড়বে। সূত্র: ডয়চে ভেলে

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর