গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেফতার করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অফিশিয়ালি বলেছেন, ‘সাংবাদিক ইভানকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের এই উদ্যোগের ফলে সাংবাদিক ইভানের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র সরকার আরও ব্যাপকভাবে কাজ করতে পারবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইভান গার্শকোভিচ প্রথম কোনো মার্কিন সাংবাদিক, রাশিয়া যাকে গ্রেফতার করেছে। ইভান গার্শকোভিচ ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো সংবাদদাতা হিসেবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কাভার করছিলেন। তার শেষ প্রতিবেদনটি ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রুশ অর্থনীতির মন্দার ওপর।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। রাশিয়ায় স্বাধীন মত প্রকাশের ওপর ক্রেমলিনের চলমান নিপীড়নকে আমরা নিন্দা জানাই।’
সাংবাদিক গার্শকোভিচ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্র উপযুক্ত সকল সমর্থন দিবে উল্লেখ করে বিবৃতিতে রাশিয়ার প্রতি অবিলম্বে সাংবাদিক ইভান গার্শকোভিচকে মুক্তি প্রদানের আহ্বান জানানো হয়। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল