করোনা পরবর্তী সময়ে নতুন রেকর্ড গড়েছে চীনের যুব বেকারত্ব। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটিতে ১৬-২৪ বছর বয়সী যুবদের মধ্যে শহর এলাকায় বেকারত্বের হার বেড়ে ২১.৩ শতাংশে ঠেকেছে।
আর জুনের শেষে জানা গেছে গেল তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ০.৮ শতাংশ।
বিশ্লেষকরা জানিয়েছে, প্রবৃদ্ধির ধীরগতি প্রতিরোধে শিগগিরই হয়তো নতুন ব্যবস্থার ঘোষণা দেবে চীন।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো অবশ্য বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের সুবাতাস পাওয়া যাচ্ছে।
সোমবার প্রকাশিত আনুষ্ঠানিক তথ্যে চীন দাবি করেছে, বছরের হিসেবে প্রথম ছয় মাসে চীনের প্রবৃদ্ধির হার ছিল ৬.৩ শতাংশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারেও তরতরিয়ে চীনা পণ্যের চাহিদা কমছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল