বাখমুতের কাছাকাছি এলাকায় কয়েক বর্গকিলোমিটার এলাকা ফের নিজেদের নিয়ন্ত্রণে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। চলতি বছরের মে মাসে বাখমুত শহরটি নিয়ন্ত্রণে নিয়েছিল রাশিয়ার সমর্থিত ওয়াগনার বাহিনী।
গত মাসে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের বাহিনী। পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র পাওয়ার পর কিয়েভ এই আক্রমণ আরো জোরদার করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী গানা মালিয়ার বলেছেন, গত সপ্তাহজুড়ে তাদের সেনারা বাখমুতের দিকে আগাচ্ছে। এরইমধ্যে সাত বর্গকিলোমিটার জায়গা স্বাধীন করা হয়েছে।
রাশিয়াকে প্রতিহত করতে গত কয়েক মাস ধরে পশ্চিমাদের কাছে দীর্ঘপাল্লার অস্ত্র চাইছে কিয়েভ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল