২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে ভারতের বিভিন্ন রাজ্যে দারিদ্র্যমুক্ত হয়েছে সাড়ে ১৩ কোটি মানুষ। স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাপনের অবস্থার ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান জানিয়েছে ভারতের সরকারি থিংক ট্যাংক নীতি আয়োগ।
সোমবার প্রকাশিত রিপোর্টে নীতি আয়োগ জানিয়েছে, ২০১৯-২০২১ সালে ২০১৫ সালের তুলনায় দারিদ্র্য কমেছে ৯.৮৯ শতাংশ। ২৪.৮৫ শতাংশ থেকে কমে বর্তমানে ভারতের দারিদ্র্য সংখ্যা ১৪.৯৬ শতাংশ।
সংস্থাটির মতে ভারতের গ্রামাঞ্চলে রেকর্ড পরিমাণে কমছে দারিদ্র্য। শহরাঞ্চলেও কমছে এই সংখ্যা।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি বলেছেন, ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ সালের ব্যবধান বিবেচনায় দারিদ্র্যমুক্ত হয়েছে সাড়ে ১৩ কোটি মানুষ।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল