ভাড়াটে যোদ্ধাগ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের দেখা মিলেছে। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখা গেছে।
সিএনএনের খবর অনুসারে, ওয়াগনার প্রধানকে বেলারুশে যোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
ভিডিওটি একটি ওয়াগনারপন্থি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হয়। এরপর প্রিগোজিন সেটা তার নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।
গতমাসে সশস্ত্র বিদ্রোহের পর জনসম্মুখে এই প্রথম তাকে দেখা গেল।
বুধবার সকালের দিকে যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান সিএনএনকে বলেন, ‘প্রিগোজিন বেঁচে আছেন এবং তিনি মুক্ত।’ ব্রিটিশ গোয়েন্দা প্রধান আরও বলেন, বিদ্রোহ বন্ধে প্রিগোজিনের সঙ্গে চুক্তি ছাড়া পুতিনের দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না।
বিডিপ্রতিদিন/কবিরুল