চলতি বছরের অক্টোবরেই সাধারণ নির্বাচনের ভোট নিতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। তবে সংস্থাটি বলেছে, এ ক্ষেত্রে চলমান সংসদ নির্দিষ্ট সময়েই ভেঙে দিতে হবে।
ইসলামাবাদের এক অনুষ্ঠানে পাকিস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, যদি নিয়ম মেনে পাঁচ বছর পূর্ণ করে ১২ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় তবে ১১ অক্টোবরই তারা ভোট নিতে পারবে। এতে কোনো দেরি হবে না।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হওয়ার পর সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হয়। এরপর ৬০ দিনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
আর যদি নির্ধারিত সময়ের আগেই সংসদ ভেঙে দেওয়া হয় তবে ৯০ দিনের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল