ইরানের শিরাজ শহরে একটি মাজারে সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। রবিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে।
তাসনিম নিউজ এজেন্সি জানান, দুই বন্দুকধারী শাহ চেরাগ মাজারে ঢোকার চেষ্টা করে এবং তারা দর্শনার্থীদের লক্ষ্য করে বন্দুক হামলা চালায়।
এই ঘটনায় এক হামলাকারীকে আটক করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে।এই মাজারেই গত বছরের অক্টোবরে হামলা হয়েছিল। সেই হামলার দায় শিকার করেছিল আইএস। ওই হামলায় প্রাণ হারান ১৩ জন।
তবে রবিবারের হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/নাজমুল