নাইজারে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে দেশটির সামরিক বাহিনী। পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ‘ইকোয়াস’ নাইজারের সেনাবাহিনীকে বেসামরিক নেতা বাজোমকে মুক্তি দিতে আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় তারা নাইজারে অভিযান পরিচালনা করতে মনস্থির করে। যদিও এখনও এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রতিবেশী নাইজেরিয়ার একদল ইসলামি স্কলার নাইজারের অভ্যুত্থান নেতাদের সঙ্গে দেখা করেছেন। এই ইসলামিক স্কলাররা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বিরোধ ঘোচাতে সামরিক নেতারা সম্মত হয়েছে।
নাইজেরিয়ান ইসলামিক স্কলারদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ আব্দুল্লাহি বালা লাউ। রবিবার তিনি নাইজারের সামরিক নেতাদের বৈঠকে বসতে সম্মত হওয়ার তথ্য সামনে আনেন। নাইজারের রাজধানী নিয়ামিতে তিনি জেনারেল আব্দুররাহমানের সঙ্গে বৈঠক করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল