উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দেশটির সামরিক কারখানা পরিদর্শন করেছেন। আবারও তিনি সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন । সেই সাথে যেকোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন কিম। খবর আল জাজিরা।
সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ কিমের ছবি প্রকাশ করে। এদিন মিসাইল তৈরির একটি প্ল্যান্টসহ একাধিক কারখানা ঘুরে দেখেন তিনি। সেসময় দেশটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তার সাথে।
বেশ কিছুদিন ধরেই দেশের সামরিক স্থাপনাগুলোয় ঘুরে ঘুরে তদারকি করছেন কিম জং উন। এছাড়া গত সপ্তাহে ঘূর্ণিঝড় খানুনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উত্তর কোরিয়ার উপকূলীয় অঞ্চলগুলোও পরিদর্শন করেন তিনি।
এর আগে, গত বুধবার সেনাপ্রধান পরিবর্তনের ঘোষণা দেন কিম জং উন। কেন্দ্রীয় মিলিটারি কমিশনের সাথে বৈঠকের পর রণপ্রস্তুতি নিতে নির্দেশ দেন তিনি। সামরিক মহড়ার পরিধিও বাড়ানোর নির্দেশ দেন কিম।
বিডিপ্রতিদিন/কবিরুল