চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু চলতি সপ্তাহে রাশিয়া ও বেলারুশ সফর করবেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বেইজিং এবং মস্কোর মধ্যে সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে উষ্ণ রয়ে গেছে। চীন ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের বিরুদ্ধে কথা বলতে অস্বীকার করেছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু এবং বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খরেনিনের আমন্ত্রণে, ১৪ থেকে ১৯ আগস্ট স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু ১১ তম আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়কসম্মেলনে যোগ দিতে রাশিয়া যাবেন এবং এরপর তিনি বেলারুশ সফর করবেন।
লি-এর রাশিয়া সফরে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে বক্তৃতা, সেইসাথে রাশিয়া এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা বিভাগের নেতাদের সাথে বৈঠক অন্তর্ভুক্ত থাকবে।বিডিপ্রতিদিন/কবিরুল