অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
জেরিকো হাসপাতালের পরিচালক মঙ্গলবার রয়টার্সকে বলেন, বুকে গুলি নিয়ে দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়। তবে নিহত দুই ব্যক্তি সংঘর্ষে জড়িত ছিলেন কিনা তা জানা যায়নি।
এক ঘণ্টারও কম সময় ধরে ওই অভিযান চলে বলে জানিয়েছেন বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের মধ্যে গত কয়েক মাস ধরে সহিংসতা আরও বেড়েছে।
ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রাণঘাতী হামলা এবং ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি রাস্তায় হামলা বেড়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল