ইরানের একটি শিয়া মুসলিম মাজারে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এক বন্দুকধারীকে আটক করা হয়। এরপর আট বিদেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের রাজধানী শিরাজের শাহ চেরাগের মাজারে হামলার এক বছরেরও কম সময় পর একই স্থানে গুলিবর্ষণ হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।
ফার্স প্রদেশের প্রধান বিচারপতি কাজেম মুসাভির বরাতে বিচার বিভাগ চালিত মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকার সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
মুসাভি বিশদ বিবরণ না দিয়ে বলেন, গ্রেফতারকৃত সকলেই বিদেশি।
বিডিপ্রতিদিন/কবিরুল