লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক।
দেশটির একটি সশস্ত্র উপদলের প্রভাবশালী কমান্ডার প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক হওয়ার পর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে সেই কমান্ডারকে মুক্তি দেওয়ার পর শান্ত হয় সেখানকার পরিস্থিতি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ত্রিপোলির একটি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে- সহিংসতায় ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক হওয়া ওই সেনা কমান্ডারের নাম মাহমুদ হামজা। তিনি ৪৪৪ ব্রিগেডের প্রধান এবং এই ব্রিগেডটি ত্রিপোলির বেশিরভাগ নিয়ন্ত্রণ করে থাকেন। সোমবার তাকে মিটিগা বিমানবন্দরে আটক করে স্পেশাল ডিটারেন্স ফোর্স নামের একটি বাহিনী। সূত্র: রয়টার্স, সিএনএন
বিডি প্রতিদিন/কালাম