মহাকাশে রাশিয়ার জন্য বড় ধাক্কা। ৪৭ বছর পর নতুন করে শুরু করা রাশিয়ার চন্দ্রাভিযান প্রথম মিশনেই ধাক্কা খেলো। লুনা-২৫ নামে রাশিয়ান চন্দ্রযানটি নিয়ন্ত্রণহীন ভাবে চাঁদের মাটিতে ভেঙে পড়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস বলেছে, স্থানীয় শনিবার (১৯ আগস্ট) মহাকাশযানটিকে প্রি-ল্যান্ডিং কক্ষপথে নিয়ে আসার পরপরই সমস্যা দেখা দেয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত ১০ আগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। আগামীকাল ২১ আগস্ট চাঁদের দক্ষিণ গোলার্ধে লুনা-২৫ কে সফট ল্যান্ডিং করানোর পরিকল্পনা ছিল রোসকসমসের। কিন্তু শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন যানটির। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।
রবিবার সকালে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যানটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটি বিধ্বস্ত হয়েছে।’
১৯৫৭ সালে রাশিয়াই মহাকাশে বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুটনিক-১ সফলভাবে কক্ষ পথে প্রতিস্থাপন করেছিল। সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন হলেন প্রথম মানুষ যিনি (১৯৬১ সালে) মহাকাশে ভ্রমণ করেছিলেন। তবে একবিংশ শতাব্দীতে এসে মর্যাদাপূর্ণ মহাকাশ অভিযানে পিছিয়ে পড়েছে রুশরা। লুনা-২৫ মিশনের ব্যর্থতা সেদিকেই ইঙ্গিত করে।
১৯৭৪ সালের লুনার-২৪ মিশনের পর থেকে রাশিয়া আর কোনো চন্দ্রাভিযান পরিচালনা করেনি। এই অভিযানে রাশিয়া মূলত ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাথে প্রতিযোগিতা করছিল যা এই সপ্তায় চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণের কথা রেয়েছে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
বিডি-প্রতিদিন/বাজিত