শিরোনাম
২ অক্টোবর, ২০২৩ ১৪:০৭

কিয়েভের জন্য নতুন করে যুক্তরাষ্ট্রের বরাদ্দ নেই, যা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

কিয়েভের জন্য নতুন করে যুক্তরাষ্ট্রের বরাদ্দ নেই, যা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা

শাটডাউন বা অর্থনৈতিক অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ মুহূর্তে আপাতত রক্ষা পেয়েছে। কিন্তু ইউক্রেনের জন্য নতুন করে কোনো অর্থ সহায়তা রাখেনি দেশটির কংগ্রেস। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মিমিত্র কুলেবা বলেছেন, ‘কিয়েভ এটা নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ করছে।’

খবরে বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধী দল  রিপাবলিকানদের সাথে হওয়া চুক্তির প্রশংসা করেছেন। তবে তিনি ইউক্রেনের  জন্য নতুন করে তহবিল না থাকার বিষয়টিও স্বীকার করেছেন। যদিও তিনি ইউক্রেনের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।  বাইডেন বলেছেন, কিয়েভ থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পরিষদ সিনেটের বাইপার্টিসান গ্রুপের (দ্বিলীয় গ্রুপ) নেতারা ইউক্রেনের জন্য আরও সহায়তা প্রদানের বিষয়ে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দিমিত্র কুলেবা সোমবার বলেন,  যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় পক্ষের সঙ্গে কাজ করছে ইউক্রেন। এই সিদ্ধান্ত যেন পুনরায় না হয় সেটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আমি মনে করি না ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন উঠে গেছে। সিদ্ধান্তটি পুনরায় নেওয়া হবে এবং তা ইউক্রেনের পক্ষে যাবে বলেও মন্তব্য করেন তিনি। 

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর