ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ৯৯৩তম নাহাল ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। ব্রিগেডটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি প্রধান পদাতিক শাখা।
সামরিক বাহিনী জানিয়েছে, কেরেম শালোমের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে তার ব্রিগেডের বন্দুকযুদ্ধের সময় স্টেইনবার্গ গুলিবিদ্ধ হন।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ একজন অত্যন্ত সম্মানিত এবং নিবেদিতপ্রাণ অফিসার ছিলেন। তিনি মূলত দেশের প্রতিরক্ষায় তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। তার অকাল মৃত্যু সংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে একনাগাড়ে ২ হাজারের বেশি রকেট ছোড়ে। হামাস সদস্যরা ইসরায়েলে প্রবেশ করে তাদের বেশ কয়েকটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়, ইসরায়েলি সেনাদের জিম্মি করে। এই ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল যাতে ৩০০ এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল