১৭ অক্টোবর, ২০২৩ ১৭:৪৬

ইসরায়েলকে আরেকটি ধাক্কার মুখোমুখি হতে হবে: ইরানের আইআরজিসি প্রধান

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে আরেকটি ধাক্কার মুখোমুখি হতে হবে: ইরানের আইআরজিসি প্রধান

আইআরজিসি প্রধান আলী ফাদাভি

ইরানের এলিট রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার আলী ফাদাভি বলেছেন, গাজায় ইসরায়েলের ‘নৃশংসতা’ বন্ধ না হলে প্রতিরোধ ফ্রন্টের আরেকটি ধাক্কার মুখে পড়বে ইহুদি রাষ্ট্র।

আলী ফাদাভি বলেন, ‘বিশ্বের মানচিত্র থেকে এই ‘ক্যান্সারজনিত টিউমার’ নির্মূল না হওয়া পর্যন্ত ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের ধাক্কা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ইসরায়েল যদি গাজায় নৃশংসতা বন্ধ না করে, তাহলে আরেকটি শকওয়েভ আসছে।

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যদি ইরানের এই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে মুসলমান এবং প্রতিরোধ বাহিনী ধৈর্য্য হারাবে এবং কেউ তাদের থামাতে পারবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জোর দিয়ে বলেন, ইহুদিবাদী সরকার যা-ই করুক না কেন, তারা যে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে তার ক্ষতিপূরণ করতে পারবে না।

গত ৭ অক্টোবর দখলদার সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলনের অপারেশন আল-আকসা ঝড়ের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

অন্যদিকে গতকাল  রাতে রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, (ইসরায়েলের বিরুদ্ধে) আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রতিরোধ শক্তিগুলো অগ্রিম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর