ইসরায়েলকে দেওয়া অস্ত্র ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করছে না যুক্তরাষ্ট্র। সোমবার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের উপ-মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ইসরায়েলে সরবরাহ করা অস্ত্র তারা কিভাবে ব্যবহার করে তার ওপর আমরা কোনো সীমাবদ্ধতা রাখছি না। আমরা এ ব্যাপারে কোনো বাধা দিচ্ছি না।
৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ করছে। বাদ রাখছে না হাসপাতাল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান।ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে যাওয়ায়।
বিডিপ্রতিদিন/কবিরুল
ইসরায়েল কীভাবে অস্ত্র সরবরাহ করে তার উপর আমরা কোনও সীমা বদ্ধতা রাখছি না,"