ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে গিয়ে আরো চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করলো ইসরায়েল।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার এই তথ্য জানিয়েছে।
এর আগে গাজার স্থল অভিযানে ১৯ সেনা নিহতের তথ্য জানিয়েছিল আইডিএফ। ইসরায়েলের প্রকাশিত তথ্যানুযায়ী, সর্বশেষ চার সেনাসহ গাজায় স্থল হামলা চালাতে গিয়ে মোট ২৩ সেন্য নিহত হলো।এদিকে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালানোর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৩৩৫ সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ