১০ নভেম্বর, ২০২৩ ১১:০৪

ইসরায়েলে মিসাইল-ড্রোন হামলা, এবার ইয়েমেনে বিঘ্নিত ইন্টারনেট পরিসেবা: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ইসরায়েলে মিসাইল-ড্রোন হামলা, এবার ইয়েমেনে বিঘ্নিত ইন্টারনেট পরিসেবা: রিপোর্ট

আল জাজিরার নিউজের স্ক্রিনশট

এবার ইয়েমেনে বিঘ্নিত হলো ইন্টারনেট পরিসেবা।  কোনো কারণ ছাড়াই স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির ইন্টারনেট সেবা।

ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলে সিরিজ মিসাইল ও ড্রোন হামলার পর এই ঘটনা ঘটলো।

বার্তাসংস্থা ‘এপি’র বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’।

ইন্টারনেট বিভ্রাট শনাক্তকারী গ্রুপ ট্র্যাকিং ‘নেটব্লকস’ এবং ইন্টারনেট পরিষেবা সংস্থা ক্লাউডফ্লেয়ার ইয়েমেনের এই বিভ্রাটের কথা জানিয়েছে। তবে তারা কোনো কারণ জানায়নি।

উল্লেখ্য, হুথিরা বৃহস্পতিবার লোহিত সাগর তীরবর্তী ইসরায়েলি শহর ইলাতকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং এই সপ্তাহে একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

এদিকে, বৃহস্পতিবার ইসরায়েলের ইলাত শহরে ব্যালিস্টিক মিসাইল হামলার দায়ও স্বীকার করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর