১৩ জানুয়ারি, ২০২৪ ১৪:৫৪

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

পুলিশের কব্জায় অভিযুক্ত এনগুইয়েন থান লং

করোনার সময় দুর্নীতি করার দায়ে ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুইয়েন থান লংকে ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, করোনা চলাকালে টেস্টিং কিট ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। লং এর পাশাপাশি আরও কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা ও ব্যবসায়ীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির সময়ে বিভিন্ন কোম্পানিকে টেস্টিং কিট আমদানির অনুমোদনের বিনিময়ে ২২ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে লং এর বিরুদ্ধে। তাছাড়া কিটগুলোর দাম বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আদালতে এনগুইয়েন থান লংকের বিরুদ্ধে আনীত এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন লং। কারাগারে যাওয়ার আগে তিনি বলেন, আমি দোষ করেছি, তার জন্য অনুতপ্ত।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর