লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের হুথিদের ওপর মার্কিন সামরিক হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক।
ইয়েমেন বিষয়ক মার্কিন বিশেষ দূত টিম লেন্ডারকিং আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হুতিরা এটা অব্যাহত রাখতে পারে (লোহিত সাগরে জাহাজ ও নাবিকদের ওপর হামলা) অথবা তারা থামতে পারে এবং আমরা শান্তিতে ফিরে যেতে পারি।
ইরান সমর্থিত হুতিরা গত নভেম্বর থেকে এখন পর্যন্ত লোহিত সাগরে আমেরিকান এবং অন্যান্য সামরিক জাহাজে হামলাসহ ৪০ বারের বেশি বাণিজ্যিক ও আন্তর্জাতিক জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তারা বলছে, গাজায় যুদ্ধবিরতি হলে তাদের হামলা বন্ধ হবে।
গত সপ্তাহে উপসাগরীয় দেশ সফর এবং চলতি সপ্তাহে ফ্লোরিডার টাম্পায় ইউএস সেন্ট্রাল কমান্ডের সদর দফতর পরিদর্শনের পর লেন্ডারকিং মার্কিন সামরিক বাহিনী ও এর সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, তারা (মার্কিন সেনারা) হুতি সামরিক সক্ষমতা লক্ষ্যবস্তু চিহ্নিত করে হামলা করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল