ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাঁজার মেডিকেল ব্যবহারকে বৈধতা দিয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন।
ইউক্রেনের কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, এটি রাশিয়ার সাথে চলমান সংঘাতের মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়কেই পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের চিকিৎসা করতে সহায়তা করবে।
খবর অনুসারে, ইউক্রেনের আইন প্রণেতারা এখন গাঁজা ভিত্তিক পণ্য আমদানির অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় বিধিবিধান নিয়ে কাজ করবেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাঁজা চাষ, পরিবেশন এবং মেডিকেল ব্যবহারে জন্য একটি বিলে অনুমোদন দিয়েছেন।
ডিসেম্বরে ইউক্রেনের আইনপ্রণেতারা ২৪৮-১৬ ভোটে বিলটি বিপুল ভোটে পাস করেন। আইনটি ছয় মাসের মধ্যে কার্যকর হবে এবং ‘চিকিৎসা ও শিল্প উদ্দেশ্যে, (পাশাপাশি) বৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক-প্রযুক্তিগত কার্যক্রম’ এর জন্য গাঁজা গাছের সঞ্চালন নিয়ন্ত্রণ করা যাবে। এর উদ্দেশ্য যুদ্ধের ফলে প্রাপ্ত অনকোলজিকাল রোগ এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারগুলির প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ বাড়ানো।
বিডিপ্রতিদিন/কবিরুল