হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, ইউক্রেনের সর্বশেষ সহায়তা বিল পাশের জন্য না তোলায় ইরান ও রাশিয়া উপকৃত হচ্ছে। এর জন্য হোয়াাইট হাউস হাউস স্পিকারকে দায়ী করেছেন।
গার্ডিয়ানের খবর অনুসারে, হোয়াইট হাউস শুক্রবার রিপাবলিকান মার্কিন হাউস স্পিকার মাইক জনসনের সমালোচনা করে অভিযোগ করেছে, তিনি ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য জাতীয় সুরক্ষা বিল উত্থাপন না করে ইরান ও রাশিয়াকে উপকৃত করছেন।
ইরান রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে ছয়টি সূত্র চলতি সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি এবং সিনিয়র কমিউনিকেশনস অ্যাডভাইজার অ্যান্ড্রু বেটস রয়টার্সের দেখা একটি মেমোতে বলেছেন, ইরান ‘ইউক্রেনীয় শহরগুলিতে আক্রমণকে রাশিয়াকে সক্রিয়ভাবে সমর্থন করছে’।
তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কিন্তু এ সবের মধ্যে ‘ইরানকে তুষ্ট’ না করার জন্য স্পিকার জনসনের কথিত প্রতিশ্রুতি কোথায়? কোথাও না। বরং তার নিষ্ক্রিয়তা পুতিন ও আয়াতুল্লাহকে লাভবান করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল