‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুতিদের হুঁশিয়ারি দিয়েছেন পেন্টাগন প্রধান। লয়েড অস্টিন বলেছেন, লোহিত সাগর ও এর আশপাশের জলসীমায় জাহাজ চলাচলের ওপর হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
এক বিবৃতিতে অস্টিন বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জীবন ও অবাধ বাণিজ্য রক্ষায় প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।
এতে বলা হয়, আমরা হুতিদের কাছে স্পষ্ট করে দেওয়া অব্যাহত রাখব যে, তারা যদি তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করে তবে তাদের পরিণতি ভোগ করতে হবে। তাদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং ইয়েমেন ও অন্যান্য দেশে মানবিক সহায়তা সরবরাহ ব্যাহত করে।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে গত বছরের নভেম্বরের শেষ দিকে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। এর প্রতিক্রিয়ায় বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের পথ বেছে নেয়। সম্প্রতি হুতি নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অভিযান শুরু করলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল