মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলের আকাশে আবারও একটি ‘গুপ্তচর বেলুন’ শনাক্ত হয়েছে।
গতকাল শুক্রবার বেলুনটি দেখতে পান স্থানীয় কয়েকজন মৎস্যজীবী। পরে তারা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) বিষয়টি জানান।
গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান সেই বেলুনটি ধ্বংসও করেছিল। তারপর আবার শুক্রবার শনাক্ত হলো বেলুন।
এফবিআই নিশ্চিত করেছে যে এটি একটি গুপ্তচর বেলুন। কারণ, গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আকাশে যে বেলুনটি দেখা গিয়েছিল, সেটির সঙ্গে মৎস্যজীবীদের পাঠানো ছবির বেলুনটির সাদৃশ্য রয়েছে।
কিন্তু বেলুনটি চীন পাঠিয়েছে কি না, সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি এফবিআই। গত সপ্তাহে যে বেলুনটি ধ্বংস করা হয়েছিল, সেটিও কোথা থেকে এসেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
এএফবিআই বলেছে, বেলুনটি সম্পর্কে ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দ্রুত তম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।
তবে, শনিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে বলেছে, ‘বেলুনটিকে আমরা পরীক্ষা করেছি। আমাদের কাছে এটিকে কোনো গুপ্তচর বেলুন মনে হয়নি। সম্ভবত শখের বশে কেউ উড়িয়েছে বেলুনটি।’
সূত্র : সিএনএন, দ্য টেলিগ্রাফ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ