পাকিস্তানের প্রধান বিচারপতিসহ অন্তত ১৭ জন বিচারপতিকে বিষাক্ত পাউডার মেশানো চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় বর্তমানে দেশজুড়ে তোলপাড় চলছে এবং ঘটনার রহস্য উন্মোচনে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তপক্ষ। খবর আল-জাজিরার।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এর নেপথ্যে কে বা কারা আছে, তা শনাক্ত করতে ডাকা হতে পারে পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টকে।
পাকিস্তানের গণমাধ্যম বলছে, গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের আটজন বিচারক একই ধরনের চিঠি পেয়েছেন। ইংরেজিতে লেখা এসব চিঠিতে ‘পাকিস্তানের বিচার ব্যবস্থার’ সমালোচনা করা হয়েছে এবং এমনকি ব্যাসিলাস অ্যানথ্রাসিস শব্দটিও উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইসলামাদে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্যাসিলাস অ্যানথ্রাসিস হল একটি ব্যাকটেরিয়া যা অ্যানথ্রাক্সের কারণ হতে পারে। এদিকে, একইভাবে গত বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসাসহ সুপ্রিম কোর্টের চার বিচারপতি এবং লাহোর হাইকোর্টের পাঁচজন বিচারক সন্দেহভাজন ‘বিষাক্ত’ উপাদান যুক্ত অনুরূপ চিঠি পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, তেহরিক-ই-নামুস পাকিস্তান নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী সন্দেহজনক চিঠিগুলোর দায় স্বীকার করেছে।
ইসলামাবাদ ও লাহোরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চিঠিগুলো এবং সেগুলোর বিষয়বস্তু তদন্তের জন্য ফরেনসিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সাদা পাউডার আসলে কী ছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/শফিক