পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আকস্মিক বন্যায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। রবিবার রাতে বিবিসি জানিয়েছে, আমহারা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে যখন একটি কাঠের নৌকা টেকেজ নদী পেরিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে ছিল।
উত্তর ইথিওপিয়া থেকে পাওয়া খবরে বলা হয়েছে, আকস্মিক বন্যার কবলে পড়ে নৌকাটি শনিবার ডুবে যায়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬ জন যাত্রী ছিলেন। আমহারা মিডিয়া কর্পোরেশন (এএমসি) জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত শিশুসহ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টেকেজ নদীর ওপর একটি সেতুর নির্মাণকাজ গত মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে। যারা মারা গেছেন, তাদের সবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখযোগ্য যে, উত্তর ইথিওপিয়ায় গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত। কারণ, এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও জাতিগত আমহারা মিলিশিয়া ফানোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল