লেবাননের দক্ষিণাঞ্চলে আজ সোমবার চালানো ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও তিনজন। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন হামলায় আহত তিনজনের মধ্যে এক নবজাতকও আছে। নিহত ব্যক্তিরা হিজবুল্লাহর যোদ্ধা নাকি বেসামরিক নাগরিক, তা জানায়নি উদ্ধারকারী কর্তৃপক্ষ।
গত শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। যদিও হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এ নিয়ে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা তুঙ্গে। চলমান উত্তেজনার মধ্যেই এ ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী আজ সোমবার পশ্চিমাঞ্চলীয় গালিলি এলাকায় একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি লেবানন থেকে এসেছে।
বিডি প্রতিদিন/নাজমুল