গোলানে হামলার পরই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। এই হামলার ঘটনায় ১২ ইসরায়েলি শিশু-কিশোর মারা যায়। এ জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। সেই সাথে লেবাননে হামলা চালাচ্ছে তেল আবিব।
এ অবস্থায় সোমবার লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরে অনেক ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে। আবার অনেক ফ্লাইট দেরিতে ছাড়ছে।
ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
লুফথানসা গ্রুপ জানিয়েছে, তারা সোমবার বৈরুতে থেকে ও বৈরুতে পৌঁছানোর পাঁচটি রুট সাময়িকভাবে স্থগিত করেছে। গ্রুপের তিন সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইংস ও লুফথানসার ফ্লাইটগুলো ৩০ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে শনিবার রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সী ১২ জন নিহতের পর থেকেই ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, সোমবার বৈরুতে অবতরণ করার কথা ছিল এমন কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে- তুরস্ক ভিত্তিক সানএক্সপ্রেস, তুরস্ক এয়ারলাইন্সের ভর্তুকি দেয়া এজেট, গ্রিক ক্যারিয়ার এজিয়েন এয়ারলাইন্স, ইউথোপিয়া এয়ার এবং এমইএ।
বিডি প্রতিদিন/নাজমুল