ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আটকে পড়েছেন। প্রবল বৃষ্টির কারণে ওয়েনাড় জেলায় এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রধান একটি ব্রিজ ধসে পড়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চার ঘণ্টার মধ্যে তিনটি পৃথক ভূমিধসে অন্তত ৪৫ জন মারা গেছেন। মেপ্পাদির পাহাড়ি এলাকায় এনডিআরএফসহ বিভিন্ন সংস্থা উদ্ধার কার্যক্রমে যুক্ত রয়েছে। এছাড়াও ভারতের বিমান বাহিনীসহ অন্যান্য সংস্থাও উদ্ধার কাজে সহায়তা করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন।
প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সাথেও কথা বলেছেন, যিনি কেরালায় বিজেপির একমাত্র সংসদ সদস্য। উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল