ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলের সেনারা। এক সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হঠাৎ করে স্থল হামলা শুরু করে তারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, খান ইউনিসে ছিল ৯৮নং ডিভিশনের সেনারা। তাদের সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
স্থল হামলা শুরুর আগে খান ইউনিসের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ নির্দেশনার কারণে নতুন করে আবারও ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে জাতিসংঘ।
ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর খান ইউনিসের বাসিন্দারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। গাজার সাংবাদিকরা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ পায়ে হেঁটে আসছেন। যে সময় তারা পালিয়ে গিয়েছিলেন সে সময় নিজেদের সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারেননি।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ