ইসরায়েলি সামরিক বাহিনী সপ্তাহব্যাপী অভিযান শেষ করার পর হাজার হাজার ফিলিস্তিনি দক্ষিণ গাজা শহর খান ইউনিসে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে।
ইসরায়েলি সেনারা গত সপ্তাহে খান ইউনিস শহরে পুনঃরায় প্রবেশ করে। তাদের দাবি ছিলো, সেখানে হামাস ফের একত্রিত হওয়ার চেষ্টা করছে। অভিযানের আগে প্রায় ২ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। জাতিসংঘের দুটি সংস্থা এই তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তারা বলেছেন, সপ্তাহব্যাপী অভিযানে তারা ১৫০ জনেরও বেশি বন্দুকধারীকে হত্যা করেছে।
তবে হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে, লড়াইয়ের সময় কমপক্ষে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। আরও ত্রিশজন নিখোঁজ রয়েছেন বলে জানান তারা।
রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার ত্রাণকর্মীদের খান ইউনিসের রাস্তায় মৃতদেহ সংগ্রহ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, আইডিএফ খান ইউনিসের পূর্ব উপকণ্ঠে শহর বনি সুহাইলার প্রধান কবরস্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। আশপাশের বাড়িঘর ও রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/নাজমুল