দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরা সম্প্রতি এক বিশেষ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। দুবাই মেট্রোর ১৫তম বার্ষিকী উপলক্ষে যাত্রীদের পাসপোর্টে স্মারক স্ট্যাম্প প্রদান করা হয়েছে। একইসাথে ১০,০০০ নোল কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়। এই কার্ড যাত্রীদের সহজ, দ্রুত এবং সাশ্রয়ী পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।
এই উদ্যোগটি যৌথভাবে পরিচালনা করেছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA) এবং রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA)। মেট্রো পরিষেবাটি শুধুমাত্র শহরের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি আনেনি, বরং টেকসই নগর উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। এই ধরনের পদক্ষেপ শহরের পরিবহন অবকাঠামোকে আরও মজবুত করছে এবং যাত্রীদের যাত্রা সহজতর করছে।
নোল কার্ড বিতরণ করা হয়েছে দুবাই বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ৩-এ। এর মাধ্যমে যাত্রীরা শহরের যেকোনো স্থানে দ্রুত এবং সহজে যাতায়াত করতে পারবে। এই উদ্যোগটি শুধু যাত্রীদের সুবিধা বাড়াচ্ছে না, বরং দুবাইয়ের পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই ও আধুনিক করার লক্ষ্য পূরণে সহায়ক হচ্ছে।
GDRFA দুবাইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মার্রি বলেন, এই উদ্যোগটি RTA এর অধীনে দুবাইয়ের পরিবহন খাতে উন্নতির ধারাবাহিক প্রতিফলন। গত ১৫ বছরে দুবাই মেট্রো শহরের অভ্যন্তরে হাজার হাজার যাত্রীকে দ্রুত ও সুবিধাজনক যাতায়াতের সুযোগ করে দিয়েছে। এটি নগরীকে আরও সংযুক্ত, কার্যকর এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
দুবাই মেট্রো এখন শহরের অত্যাবশ্যকীয় একটি অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতে সহায়তা করছে। মেট্রো পরিষেবা শুধু পরিবহন ব্যবস্থার উন্নতি নয়, বরং দুবাইয়ের টেকসই নগর পরিকল্পনার অগ্রগতির পথেও একটি গুরুত্বপূর্ণ ধাপ।
বিডিপ্রতিদিন/কবিরুল