ইসরায়েলের বেরশেবা শহরে বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের শহরটিতে হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
ইসরায়েলি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা ছায়া সুসলিক। ১৯ বছর বয়সী এই নারী ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন।
একে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে ইসরায়েল। হামলাকারীকে নিরস্ত্র করার দাবিও করেছে ইসরায়েল পুলিশ। ঘটনার পর ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশকে মোতায়েন করা হয়েছে।
গত সপ্তাহে তেল আবিবে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হন। হামাস এ হামলার দায় স্বীকার করে।
বিডি প্রতিদিন/নাজমুল