ইসরায়েল সফর শেষ করে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ফেরার আগে তিনি গাজা সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে বলেন, হামাসের বিপক্ষে ইসরায়েলের সাফল্যকে এখন একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সাফল্যে পরিণত করার সময়। তিনি বলেন, ‘দুইটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধের সমাপ্তি ঘটানো।’
ব্লিঙ্কেনের এই বক্তব্য হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর আসলো। মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে এই সুযোগ কাজে লাগিয়ে সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে আরও অগ্রগতি ও এই সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের ১ অক্টোবরের মিসাইল হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়ায় আরও বৃহত্তর উত্তেজনা সৃষ্টি না করার জন্য সতর্ক হওয়া জরুরি। ব্লিঙ্কেন বলেন, ইসরায়েলকে এমনভাবে প্রতিক্রিয়া জানাতে হবে যাতে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়।
ইসরায়েল ছাড়ার সময় ব্লিঙ্কেন আরও বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার এই ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাতে হবে ইসরায়েলকে।
বিডিপ্রতিদিন/কবিরুল