লোকসভা উপনির্বাচনে কেরালার ‘ওয়েনাড’ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। বুধবার দুপুরে দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা তার মনোনয়নপত্র জমা দেন কালপেট্টা জেলাশাসক কার্যালয়ে।
এসময় তার সাথে ছিলেন মা ও কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, ভাই ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাধারণ সম্পাদক বেনু গোপালসহ দলের কয়েকজন শীর্ষ নেতা-নেত্রী।
আগামী ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন। সেক্ষেত্রে এই প্রথম নির্বাচনি ময়দানে হাতেখড়ি হতে চলেছে প্রিয়াঙ্কার।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এদিন দুপুর ১২টা নাগাদ কালপেট্টা সিটির নিউ বাসস্ট্যান্ডে একটি ‘রোড-শো’-এ অংশ নেন প্রিয়াঙ্কা। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ ‘রোড-শো’তে অংশ নিতে দেখা যায় প্রিয়াঙ্কা পুত্র রায়হান ভদরা, স্বামী রবার্ট ভদরা, ভাই রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক বেনু গোপাল, কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, দলের একাধিক নেতা- নেত্রী এবং অসংখ্য দলীয় কর্মী সমর্থক।
প্রিয়াঙ্কা, রাহুলকে একনজর দেখতে রোড শো’কে কেন্দ্র করে রাস্তার দু’পাশে ছিল অসংখ্য সাধারণ মানুষের ভিড়। তবে শুধু কেরালা থেকেই নয়, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকেও অনেক কংগ্রেস কর্মী সমর্থকরাও এই রোড-শো’তে অংশ নিয়েছিলেন। রোড-শো শেষে গুডালাই এলাকায় একটি সভায় বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা।
বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন প্রিয়াঙ্কা। তিনি জানান, ১৯৮৯ সালে মাত্র ১৭ বছর বয়সে বাবার হয়ে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। পরে মা সোনিয়া গান্ধী এবং ভাই রাহুল গান্ধীর হয়ে কীভাবে প্রচারণায় অংশ নিয়েছিলেন, সে কথাও উল্লেখ করেন প্রিয়াঙ্কা। তার পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং নিজের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
নিজের জন্য এই প্রথম কোনো নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন বলেও জানান এই কংগ্রেস নেত্রী। এই অনুভূতিটাই আলাদা। সুযোগ পেলে তিনি তার প্রতিশ্রুতি মতো জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন।
অন্যদিকে, রাহুল গান্ধী জানান, ‘ওয়েনাড’ কেন্দ্রে দুইজন জনপ্রতিনিধি থাকবেন। একজন তিনি নিজে, সেটি বেসরকারিভাবে এবং অন্যজন সরকারিভাবে, যিনি তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তারা উভয়েই মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে কেরালার ‘ওয়েনাড’ কেন্দ্রের পাশাপাশি উত্তরপ্রদেশের ‘রায়বেরেলি’ কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুটি কেন্দ্র থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন।
সেক্ষেত্রে ‘রায়বেরেলি’ আসনটি নিজের দখলে রেখে ‘ওয়েনাড’ আসন থেকে পদত্যাগ করেন। ফলে ওই কেন্দ্রটিতে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। সেখানে প্রার্থী করা হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে।
মুসলিম অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ কেরালার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নভ্যা হরিদাস, সিনিয়র সিপিআই নেত্রী স্বাথ্যন মোকেরী।
আগামী ২৩ নভেম্বর এই কেন্দ্রের ভোট গণনা।
বিডি প্রতিদিন/এমআই