রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে চীন কিছু জানে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তরে মুখপাত্র লিন জিয়ান বলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার বিষয়ে বেইজিং কোনো তথ্য রাখে না।
এই বিবৃতি এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা প্রমাণ পেয়েছে যে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ৩ হাজার সেনা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এই সেনাদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ বিষয়ে বলেন, আমাদের বিশ্বাস, রাশিয়ার পূর্বাঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে অন্তত ৩ হাজার উত্তর কোরীয় সেনা প্রশিক্ষণ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের এমন দাবির পরপরই বিষয়টি নিয়ে চীনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে তারা এ বিষয়ে অবগত নয়।
এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান স্পষ্ট এবং পরিবর্তিত হয়নি। তিনি জানান, চীন সব পক্ষকে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার এবং রাজনৈতিক সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। উভয় পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল