ইসরায়েলে হাইফা শহরে রকেট হামলা হয়েছে, এতে ওই অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে লেবানন থেকে পাঁচটি রকেট হাইফা শহরে নিক্ষেপ করা হয়।
দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পাঁচটি রকেটের মধ্যে কয়েকটি আটকানো হয়েছে। বাকিগুলো বিভিন্ন খোলা জায়গায় আঘাত করেছে। তবে ঠিক কতটি রকেট ইসারায়েল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকাতে পেরেছে আর কয়টা আঘাত হেনেছে সে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইডিএফ।
এই হামলায় হতাহতের কোন খবর দেয়নি নেতানিয়াহুর দেশ। তবে হামলার পর রকেট ফায়ারের সতর্কতা হিসেবে হাইফা এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। হাইফা ছাড়া একর এবং আশেপাশের শহর ও গ্রামেও এই সতর্কবার্তা শোনা গেছে।
এদিকে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠী ইসরায়েলের বন্দর শহর ইলাতে ড্রোন হামলার দাবি করেছে। একটি ভিডিও প্রকাশ করে তারা বলছে, ইলাতের একটি "গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু"র উদ্দেশ্যে ড্রোন হামলা করা হয়েছে। ভিডিওতে একটি ড্রোনকে রাতে উৎক্ষেপণ করতে দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার ভোরে ঘোষণা করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, লোহিত সাগর অঞ্চলে একটি সন্দেহজনক বিমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যা পূর্ব দিক থেকে দেশে প্রবেশ করেছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ