অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার গাজার জাবালিয়ায় ট্যাংকের ওপর বোমা বিস্ফোরণের ফলে এই তিন সেনা প্রাণ হারান। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সেনাদের পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করা হয়েছে। তবে এই হামলার পেছনে হামাস না অন্য কোন গোষ্ঠী যুক্ত, তা স্পষ্ট করেনি ইসরায়েল।
অন্যদিকে, লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নতুন করে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। লেবাননে স্থল হামলায় অংশ নিতে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে এই হামলার শিকার হন তারা। এতে পাঁচজন প্রাণ হারান এবং ১৯ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহতদের সবাই ইসরায়েলি আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এদের মধ্যে মাওরি নামে একজন উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তথ্যে জানা যায়, হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। রসদ বিতরণ পয়েন্টে এই হামলা হলে সেখানে উপস্থিত সেনারা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হন। একটি রকেট একটি বাড়িতে আঘাত করে, যেখানে রসদ বিতরণ কার্যক্রম চলছিল।
আইডিএফ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার সকালে আরও একটি হামলায় লেবাননে আরেক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল