ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জাওফেরে আরেকটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এটি হুথি নিয়ন্ত্রিত বাহিনী কর্তৃক ধ্বংস করা ১২তম মার্কিন ড্রোন।
গোয়েন্দা তথ্য ও নজরদারির জন্য বিশেষভাবে বানানো ড্রোনটি শুক্রবার ভোরে ওই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভূপাতিত করা হয়।
ইয়েমেনি বাহিনীর কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। যা ড্রোন ভূপাতিত করতে বিশেষভাবে সক্ষম।
রিপার ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার। ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। অবতরণ করার আগে ২৪ ঘণ্টা পর্যন্ত টানা উড়তে পারে ড্রোনটি। মার্কিন সামরিক বাহিনী এবং সিআইএ উভয়ই বিমানটি ইয়েমেনের উপর দিয়ে বহু বছর ধরে উড়িয়ে আসছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইসরায়েলি স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। হুথির দাবি, তারা গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে যুক্ত জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করছে।
বিডি প্রতিদিন/নাজমুল