লেবাননের রাজধানী শহর বৈরুতের প্রাণকেন্দ্রে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আটতলা ওই ভবনটি হামলার কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোনো রকম সতর্কতা ছাড়াই বৈরুতের বাস্তা জেলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইসরায়েল।
বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। স্থানীয় শনিবার সময় রাত চারটার দিকে এই হামলা চালানো হয়।
এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তবে মনে করা হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো শীর্ষ নেতাকে হত্যা করতেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
স্থানীয় বাসিন্দা নেমির জারারিয়া জানিয়েছেন, শেষ রাতের দিকে তিনি ঘুমাচ্ছিলেন তখনই এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমরা গভীর ঘুমে ছিলাম। সেসময় হামলার ঘটনা ঘটে। এরপর দ্বিতীয়বার হামলা চালানো হয়। আমরা শুরুতে বুঝতেই পারিনি আসলে কি ঘটছে।’
বিডি প্রতিদিন/নাজমুল