আগামী সপ্তাহে ইতালির ফিউজিতে অনুষ্ঠিতব্য জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা হবে। শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই তথ্য জানিয়েছেন।
আইসিসি বৃহস্পতিবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল ও তার মিত্ররা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে, তুরস্কসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
ইতালির মেলোনির ডানপন্থী জোট সরকার এই ইস্যুতে বিভক্ত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো বলেছেন, যদি নেতানিয়াহু ইতালি সফর করেন তবে তাকে গ্রেপ্তার করতে হবে। তবে মেলোনির ডেপুটি প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, নেতানিয়াহু ইতালিতে স্বাগত।
মেলোনি এক বিবৃতিতে বলেন, আইসিসির এই সিদ্ধান্তের কারণ আরও গভীরভাবে বিশ্লেষণ করব। এই ধরনের সিদ্ধান্ত সবসময় নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত।
জি-৭ বৈঠকে নেতানিয়াহুর পাশাপাশি হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল