রাশিয়ার কুরস্ক অঞ্চলে দখলকৃত এলাকার প্রায় ৪০ শতাংশ হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে কুরস্ক অঞ্চলে বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকা। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের জেনারেল স্টাফের একজন কর্মকর্তা বলেন, কুরস্কে সর্বোচ্চ ১,৩৭৬ বর্গকিলোমিটার এলাকা দখল করেছিলাম। কিন্তু এখন এটি ছোট হয়ে গেছে। শত্রুপক্ষ তাদের পাল্টা আক্রমণ বাড়াচ্ছে।
কুরস্কে ইউক্রেনের আকস্মিক আক্রমণের পর রাশিয়া প্রায় ৫৯,০০০ সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ায় কোনো বিদেশি বাহিনীর মাটিতে প্রবেশ। তবে রাশিয়ার প্রতিরোধ শক্তিশালী হওয়ায় ইউক্রেন এই অঞ্চলে টিকে থাকার চেষ্টা করছে।
ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়ার পক্ষ হয়ে লড়াইয়ের জন্য ১১ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া এই দাবি এখনও স্বীকার করেনি।
এদিকে দোনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি অব্যাহত রয়েছে। একইসঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনী পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রতিরক্ষা এবং দক্ষিণাঞ্চলে সম্ভাব্য আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, কুরস্ক অঞ্চলের পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংবাদমাধ্যমগুলো।
বিডিপ্রতিদিন/কবিরুল