অভিষেকেই বাজিমাত ভারতের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। বড় ভাই রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে দলের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি।
লোকসভা ভোটে উত্তর প্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোটপ্রার্থী হন প্রিয়াঙ্কা।
রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বড় ব্যবধানে প্রিয়াঙ্কা জেতেন কি না সে নিয়ে অনেকের আগ্রহ ছিল। আজ শনিবারের গণনায় দেখা যাচ্ছে, বিকেল চারটার সময় প্রিয়াঙ্কা তার দুই নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে।
এই বছরের জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন ৬ লাখ ৪৭ হাজার ভোট। তার জয়ের মার্জিন ছিল ৩ লাখ ৬৪ হাজার। বিকেল চারটা পর্যন্ত প্রিয়াঙ্কা পেয়েছেন ৬ লাখ ১৮ হাজার ভোট। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে। জয় নিশ্চিত হওয়ার পর ‘এক্স’ মারফত প্রিয়াঙ্কা বলেন, ‘এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।’
প্রিয়াঙ্কা তাঁর এক্স বার্তায় জানিয়েছেন, যেভাবে ওয়েনাডের মানুষ তাঁর উপর ভরসা করেছেন, তাতে তিনি আপ্লুত। ওয়েনাডবাসীর প্রতি প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি, সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারবে, তার এই জয় আদতে মানুষেরই জয়।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, মানুষ তাকে বিশ্বাস করেছে যে তিনি তাদের সকলের স্বপ্ন সফল করবেন এবং মানুষের লড়াই নিজের লড়াই মনে করেই লড়বেন। প্রিয়াঙ্কার বার্তা, মানুষের এই ভরসা ও বিশ্বাস তিনি ভাঙতে দেবেন না।
তিনি লিখেছেন, 'আপনাদের আওয়াজ যাতে সংসদের অন্দরে পৌঁছায়, আমি সেই ব্যবস্থা করব।'
বিডি প্রতিদিন/নাজমুল