জর্জিয়ার গুডাউরি স্কি রিসোর্টে ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক এবং একজন জর্জিয়ান। মৃতদেহগুলো একটি ভবনের দ্বিতীয় তলায়, একটি ভারতীয় রেস্তোরাঁর ওপরে পাওয়া যায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে মৃতদেহগুলোর উপর কোনো ধরনের সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের পর ঘরের ভেতরে একটি জেনারেটর চালু করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাটি দেশটির ফৌজদারি আইন ১১৬ ধারা অনুযায়ী অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে নিবন্ধিত হয়েছে।
এদিকে, জর্জিয়ার ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। বিবৃতি জারি করে তারা শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার করেছে। পাশাপাশি মৃত ভারতীয় নাগরিকদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে।
যে ১১ জন ভারতীয় মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের মোগা জেলার গল কালান গ্রামের বাসিন্দা গগনদীপ সিং। তিনি দুবাইয়ে এক বছরেরও বেশি সময় কাজ করার পর মাত্র চার মাস আগে জর্জিয়ায় গিয়েছিলেন। তার বাবা গুরমুখ সিং জানান, তিনি ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।
মৃতদের মধ্যে রয়েছেন জলন্ধরের কোট রামদাসের বাসিন্দা রবিন্দর কালা। তিনি সাত বছরেরও বেশি সময় ধরে বিদেশে রয়েছেন। প্রথমে দুবাই এবং পরে জর্জিয়াতে কাজ করেছিলেন। তার স্ত্রী কাঞ্চন জানান, স্বামীর মৃত্যুর পর তার এবং সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত।
প্রসঙ্গত, ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত গুডাউরি রিসোর্টটি রাশিয়ার সীমান্তের কাছাকাছি এবং এটি পর্যটকদের জন্য ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে। তুলনামূলকভাবে সাশ্রয়ী এই রিসোর্টটি ইউরোপের আল্পসের প্রধান স্কি রিসোর্টগুলোর বিকল্প হিসেবে জনপ্রিয়।
২০২৩ সালে ৩ লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক গুডাউরি ভ্রমণ করেছেন। রিসোর্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ২০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে ৫৬ কিলোমিটার দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে যা সর্বোচ্চ ১০ হাজার ৭৫০ ফুট পর্যন্ত উঠে গেছে।
সূত্র - হিন্দুস্তান টাইমস বাংলা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ