ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের পাশে দু'টি ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জানা গেছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন। আগুনে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যে ট্রাকটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা দিয়েছিল, সেটি রাসায়নিক পদার্থ বহন করছিল। তাই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভয়াবহ অগ্নিকাণ্ডের ওপরে কালো ধোঁয়ার মেঘ, যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। স্থানীয়দের মতে, ১০ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিডি-প্রতিদিন/শআ